কৃতি সংবর্ধনা পেলো মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোবাশ্বেরা

- আপডেটের সময় : ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৬১৬
রিপোর্ট- আঞ্জুমান আরা : কালচারাল কল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির স্থায়ী সদস্য সম্মেলনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।
এতে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী মোবাশ্বেরা খান রাইসা কৃতি সংবর্ধনা অর্জন করে। বাংলাদেশ ইলেকট্রনিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের হাত থেকে এ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের সম্মাননা গ্রহণ করে সে। রাইসার এই কৃতিত্ব অর্জনে তার বাবা মোঃ জামাল হোসেন ও মা মাসুমা সোমাসহ তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে আনন্দ বিরাজ করছে।
কৃতি শিক্ষার্থী মোবাশ্বেরা খান রাইসা বলেন, ‘এই কৃতিত্ব অর্জনের পিছনে আমার মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। আজ আমি এই সম্মাননা অর্জনে গর্ববোধ করছি। ভবিষ্যতে যেন আরো অগ্রসর হতে পারি এজন্য সকলের দোয়া চাই।’
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালচারাল কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক তাহেরা খাতুন, কবি টিটো মুন্সি, শমীম রুমি টিটন ও মোঃ আবু তাহেরসহ বেশ কয়েকজন গুণীব্যক্তি উপস্থিত ছিলেন।
রাইসার এই সাফল্যে তার মা-বাবা খুবই গর্বিত ও আনন্দিত। তারা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।