কবি- জুবায়ের আল মাহমুদ -এর কবিতা “পিয়াসি মন”

নিউজ রুম
- আপডেটের সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৫২
পিয়াসি মন
জুবায়ের আল মাহমুদ
তোমার পিয়াসি মন
ছুঁয়ে দিলো মোরে,
মনের মাঝে প্রেমের বাঁশি
বাজলো সুরে সুরে।
ডানামেলে প্রজাপতি
বলে কানে কানে,
সারাজীবন সাথী হয়ে
থাকবো তোমার সনে।
মৌমাছি গুনগুনিয়ে
সুধায় গানে গানে,
প্রেম সাগরে নাও ভাসিয়ে
ভাসবো সুখের বানে।
ফুল বাগানে ফুলের রানী
বলছে হেসে হেসে,
জনম জনম তোমায় যেনো
যাই ভালবেসে।
কদম ডালে কোকিল বসে
গাইছে সুরে সুরে,
কাছে এসে ভালোবাসো
রইলে কেন দুরে।
নিযুম রাতের মায়াবি চাঁদ
বলছে চুপটি করে,
চাঁদের আলো মাখিয়ে যেনো
দেখি নয়ন ভরে।
দূর আকাশের ধ্রুবতারা
ডাকছে নামটি ধরে,
মনের খাঁচায় তোমায় যেনো
রাখি বন্দি করে।