ভৈরবে সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটের উদ্বোধন

- আপডেটের সময় : ১১:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ৬৩৬
মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটের উদ্বোধন ও আলােচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রােববার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্মরণী রােডের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি সংলগ্ন সাইন ল্যাব ইনষ্টিটিউটের আনুষ্ঠানিক উদ্ধােধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রফিকুল ইসলাম মহিলা (অনার্স) কলেজের অধ্যক্ষ মােঃ শরীফ উদ্দিন আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন স্থানীয় পৌরসভার কাউন্সিলর মােঃ হাবিবুল্লাহ নিয়াজ, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহনেওয়াজ প্রধান, সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটর ব্যবস্থাপনা পরিচালক মােঃ সােহাগ মিয়া, প্রতিষ্ঠানের ফ্রি-ল্যান্সার সজিব আহমেদ, নিজে বলার মতাে একটা গল্প ফাউন্ডশনের ভৈরব উপজেলা শাখার এ্যাম্বাসাডের আজিজুল হক কাকন, রমীর রং প্রেইজের সনাক্তকারী ও দূর্জয় ভৈরবের উদ্যােক্তা ফােরামের মডারেটর শুভা খানম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটের মাধ্যমে কম্পিউটারর যুবক-যুবতীরা ফ্রি-ল্যান্সার প্রশিক্ষণ নিয়ে নিজেকে আতনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে পারবে । বর্তমান বাংলাদেশে গার্মেটস খাতের পরই ২য় পর্যায়ে রয়েছে আইটি খাত । তাই বেকারত গােছাতে নতুন প্রজন্মকে এ খাতে আরাে আগ্রহী হয়ে উঠতে সাইন ল্যাব আইটি ইনষ্টিটিউটে কাজ করে যাব । এছাড়া কম্পিউটার এক্সসরিজ, সার্ভিসিং সহ সব ধরনের যাবতীয় সেবা এখানে থেকে পাওয়া যাবে ।