কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার পাশে এমপি মহিব

- আপডেটের সময় : ০১:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ৭৬৩
নিজস্ব প্রতিবেদক, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পৌর আ’লীগ নেতার পাশে দাড়ালের পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান।
রবিবার (৩০ এপ্রিল) কুয়াকাটা পৌর আওয়ামীলীগের নেতাদের নিয়ে আহত পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আকনের বাড়িতে ছুটে যান এমপি। এসময় তিনি তার অসুস্থতার সার্বিক খোজখবর নেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা,কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার,কলাপাড়ার পৌর কাউন্সিলর হুমায়ুন কবির প্রমূখ।
এসময় এমপি মহিববুর রহমান বলেন, আওয়ামীলীগের কোন নেতা কর্মীদের দুর্ঘটনা বা অসুস্থতা সহ যে কোন সমস্যার খবর পেলেই ছুটে যাই সেখানে।তাদের সমস্য সমাধান করে পাশে দাড়ানোর চেষ্টা করি।তাছাড়া কলাপাড়া,রাঙ্গাবালি, মহিপুর ও কুয়াকাটার আওয়ামীলীগের দুর্দিনের ত্যাগি ও প্রবীণ নেতা কর্মীদের খুজে খুজে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেই।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুয়াকাটায় মটরসাইকের দুর্ঘটনায় গুরুতর আহত হন পৌর আওয়ামীলীগের ঐ নেতা।