মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

- আপডেটের সময় : ১১:০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ৬৪৭
মোঃ হাফিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) সকাল ৯ টার সময় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এর সভাপতি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো: জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, রেডিও পল্লীকণ্ঠ, ফায়ার সার্ভিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমী, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বন বিভাগ, রোবার স্কাউট, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, পৌর আওয়ামীলীগ, জাতীয় শ্রমিকলীগ, রেড ক্রিসেন্ট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।