লক্ষ্মীপুরে ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাবের ফ্রি নেবুলাইজার ও অক্সিজেন সেবার উদ্ভোধন

- আপডেটের সময় : ০৮:২৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ৭০২
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের ৫ নং পার্বতী নগর ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে তরুনদের উদ্যোগে প্রতিষ্ঠিত ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাব লক্ষ্মীপুর ইতিমধ্যেই কাজের ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছে।
আজ রবিবার(১৫/০৮/২১ইং) সকাল ১০ ঘটিকার সময় সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সন্চালনায় এবং সভাপতি রবিউল আহসান শিপনের সভাপতিত্বে, ক্লাবের অফিস কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ক্লাবের ফ্রি নেবুলাইজার ও অক্সিজেন সেবা উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও ৫ নং পার্বতী নগর ইউনিয়নের সম্মানিত চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ ভুঁইয়া। এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন এনএসআই এর সাবেক অতিরিক্ত পরিচালক এম শামছুল আমীন। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা ও দায়িত্বশীলবৃন্দ।
উদ্ভোধনী বক্তব্যে এম শামসুল আমীন সাহেব বলেন,” মানুষ মানুষের জন্যে। আজকে বাংলাদেশ সহ পুরো বিশ্ব কোভিড-১৯ এর ধাক্কা পার করছে। এর মধ্যে আমাদের দেশে বিভিন্ন সামাজিক সংগঠন জন সাধারণদের ব্যাপক ভাবে সহযোগিতা করে আসছে।আমি শুনে আনন্দিত হয়েছি যে,আমার এলাকায়ও তরুনদের উদ্যেগে একটি ব্লাড ব্যাংক ঘটন করা হয়েছে। আজকে আমাদের দেশে বিভিন্ন কারণে রোগীদের প্রতিনিয়ত রক্ত লাগে। আর এ চাহিদা পূরন করছে একঝাঁক মানবসেবী রক্তযোদ্ধারা।আমি তাদেরকে সাধুবাদ জানাই।আমাদের ইয়্যাং স্টার ব্লাড ডোনেশন ক্লাবের রক্তযোদ্ধাদেরকেও ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমি তাদের রক্তদান কার্যক্রম দেখে সন্তুষ্ট। এরই মধ্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা ফ্রি অক্সিজেন সেবা চালু করতেছে আজ থেকে। এর চেয়ে মহৎ কাজ অন্যটি হতে পারেনা। তাই আমি তাদেরকে এমন উদ্যেগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং পাশে থাকবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ ভুঁইয়া উনার বক্তব্যে বলেন,ওয়াহেদপুর তরুনদের ব্লাড ডোনেশন ঘটন করা সত্যিই প্রশংশা যোগ্য।ব্লাড ডোনেশন করা মানবসেবায় একটি মহৎ কাজ। ইনশাআল্লাহ, তাদের কাজকে আমি উৎসাহ দিই। ইতিমধ্যে তারা ফ্রি নেবুলাইজার ও অক্সিজেন সেবা চালু করেছে।আজকে এর উদ্ভোধন করার জন্য এ অনুষ্ঠান। আমি বলবো তোমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাও। সকলে তোমাদের পাশে থাকবে। মানবসেবায় তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।সামাজিক সংগঠন হিসেবে ব্লাড এর পাশাপাশি ফ্রি অক্সিজেন সেবা চালু করায় তোমাদের জন্য দোয়া কামনা করি।
সভাপতি রবিউল আহসান শিপন তার উদ্ভোধনী বক্তব্যে বলেন, আমরা রক্তদানের মাধ্যমে মানবসেবার কাজ করার জন্য এই ক্লাব ঘটন করেছি। কিন্তু, আমাদের দেশে ক্রমান্বয়ে করোনা আক্রান্ত রোগী বাড়তেছে। এবং অনেকে শ্বাসকষ্টে ভুগতেছে। তাদের কথা চিন্তা করে সামাজিক সংগঠন হিসেবে আজকে আমাদের এই ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। আমাদের যতটুকু সম্ভব, আমরা ফ্রি সেবা দিয়ে যাবো। তাই আমাদের প্রয়োজন, একটু উৎসাহ ও ভালোবাসা।আপনাদের জরুরি অক্সিজেন সেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন- 01323965070 ও 01783218339 নাম্বারে।