জমে উঠেছে সাহাপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন

- আপডেটের সময় : ০৫:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৭১৮
চাটখিল প্রতিনিধিঃ ব্যাপক প্রচার প্রচারণায় জমে উঠেছে সাহাপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সাহাপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে।
মোঃ খোরশেদ আলম কন্ট্রাক্টর (ছাতা)। সাহাপুর বাজার পরিচালনা কমিটির বর্তমান সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন। দ্বিতীয় মেয়াদে তিনি আবারও প্রার্থী হয়েছেন।
এদিকে ব্যবসায়ী, সামাজিক ব্যাক্তি, বিভিন্ন পেশার মানুষের সাথে লাইফ লাইন নামক স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের সদস্যারা মাঠে চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে বলে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতির কথা। আমি যদি আপনাদের রায়ে আবারও নির্বাচিত হতে পারি তাহলে পূরো বাজার সিসি ক্যামেরায় দারা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা হবে।
একান্ত সাক্ষাৎকারে খোরশেদ আলম জানান, আমি ছাতা প্রতীক নিয়ে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছি, আপনাদের সকলের নিকট দোয়া ও রায় প্রত্যাশা করছি।