ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা- শেখ রাসেল : বিশ্বজিৎ কুমার ধর

নিউজ রুম
  • আপডেটের সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / ৭০৬

শিরোনামঃ শেখ রাসেল
কলমেঃ বিশ্বজিৎ কুমার ধর

মা-বাবার ঘর আলোকিত করে
রাসেল পৃথিবীতে এলো,
বিপথগামী সেনা সদস্যরা
তার জীবন কেড়ে নিলো।

পিপাসার্ত দেহে যেমন
অপরিহার্য সুপেয় পানি,
সবাই জেনো একটি শিশু
মা-বাবার কাছে তেমনি।

শেখ রাসেলের জন্ম হলো
১৮৬৪ সালের ১২ অক্টোবরে,
ধানমন্ডির ঐ বঙ্গবন্ধু ভবণ
আনন্দে গেলো ভরে।

জন্মস্থান বাংলাদেশে তাই
জাতীয়তা বাংলাদেশি,
বাংলাদেশের সোনার ছেলে
মুখে ছিল সদা হাসি।

পিতার নাম শেখ মুজিবুর রহমান
মাতা ফজিলাতুন্নেসা,
রাসেলকে নিয়ে তাদের মনে
ছিল অনেক প্রত্যাশা।

দশ বছর বয়সী শিশু রাসেলকে
হত্যা করেছিল যারা,
অকাট্য সত্য-মানুষ নয়,
জানোয়ার হলো তারা।

১৯৭৫ সনের ১৫ আগষ্ট
রাসেলকে হত্যা করলো,
এভাবেই একটি নিষ্পাপ প্রাণের
অকাল প্রয়ান হলো।

বঙ্গবন্ধুর সোনার বাংলায়
রাসেলকে স্মরণ করে,
রক্তাক্ত আগষ্টে সবার চোখে
অশ্রুবারি শুধু ঝরে।



নিউজটি শেয়ার করুন








কবিতা- শেখ রাসেল : বিশ্বজিৎ কুমার ধর

আপডেটের সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

শিরোনামঃ শেখ রাসেল
কলমেঃ বিশ্বজিৎ কুমার ধর

মা-বাবার ঘর আলোকিত করে
রাসেল পৃথিবীতে এলো,
বিপথগামী সেনা সদস্যরা
তার জীবন কেড়ে নিলো।

পিপাসার্ত দেহে যেমন
অপরিহার্য সুপেয় পানি,
সবাই জেনো একটি শিশু
মা-বাবার কাছে তেমনি।

শেখ রাসেলের জন্ম হলো
১৮৬৪ সালের ১২ অক্টোবরে,
ধানমন্ডির ঐ বঙ্গবন্ধু ভবণ
আনন্দে গেলো ভরে।

জন্মস্থান বাংলাদেশে তাই
জাতীয়তা বাংলাদেশি,
বাংলাদেশের সোনার ছেলে
মুখে ছিল সদা হাসি।

পিতার নাম শেখ মুজিবুর রহমান
মাতা ফজিলাতুন্নেসা,
রাসেলকে নিয়ে তাদের মনে
ছিল অনেক প্রত্যাশা।

দশ বছর বয়সী শিশু রাসেলকে
হত্যা করেছিল যারা,
অকাট্য সত্য-মানুষ নয়,
জানোয়ার হলো তারা।

১৯৭৫ সনের ১৫ আগষ্ট
রাসেলকে হত্যা করলো,
এভাবেই একটি নিষ্পাপ প্রাণের
অকাল প্রয়ান হলো।

বঙ্গবন্ধুর সোনার বাংলায়
রাসেলকে স্মরণ করে,
রক্তাক্ত আগষ্টে সবার চোখে
অশ্রুবারি শুধু ঝরে।