ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে দারুণ মেজাজে তৈমুর

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • / ৬২৫

বিনোদন ডেস্কঃ নববর্ষ উদযাপন করতে সপরিবারে সুইজারল্যান্ডে গেছেন কারিনা-সাইফ। সেই ছুটির একের পর এক ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করছেন কারিনা। ভক্তদেরও নিজের পারিবারিক জীবনের ভালো মুহূর্তের সঙ্গী করতে চান কারিনা। সম্প্রতি তেমনই একটি ছবি তিনি শেয়ার করেছেন।

ছবিটি অবশ্য কারিনার নিজের নয়। ছবিতে ঝকঝকে পোশাকে দারুণ মেজাজে দেখা যাচ্ছে যাকে, সে তৈমুর। কালো জ্যাকেট আর সাদা শার্টে তৈমুরকে দেখে বোঝা যাচ্ছে দারুণ আনন্দ করছে সে। ক্যামেরার দিকে তাকিয়ে বিশেষ ভঙ্গিমায় হাত দুটো ছড়িয়ে পোজ দিয়েছে নবাব-পুত্র, কারিনার আদরের ‘টিমটিম’।

ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন, ২০২৩-এ জমকালো মেজাজে। আমার টিমটিম।

তৈমুরের কালো জ্যাকেটের এক দিকে স্পাইডারম্যানের মুখ। চোখে সাদাকালো চশমা। হাতের দু’আঙ্গুল ছড়িয়ে শান্তির প্রতীক দেখাচ্ছে সে। তার আনন্দের আতিশয্য স্পষ্ট মুখের ভাব ভঙ্গিতে।

সুইজারল্যান্ড থেকে এর আগে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন কারিনা।



নিউজটি শেয়ার করুন








সুইজারল্যান্ডে দারুণ মেজাজে তৈমুর

আপডেটের সময় : ০২:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

বিনোদন ডেস্কঃ নববর্ষ উদযাপন করতে সপরিবারে সুইজারল্যান্ডে গেছেন কারিনা-সাইফ। সেই ছুটির একের পর এক ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করছেন কারিনা। ভক্তদেরও নিজের পারিবারিক জীবনের ভালো মুহূর্তের সঙ্গী করতে চান কারিনা। সম্প্রতি তেমনই একটি ছবি তিনি শেয়ার করেছেন।

ছবিটি অবশ্য কারিনার নিজের নয়। ছবিতে ঝকঝকে পোশাকে দারুণ মেজাজে দেখা যাচ্ছে যাকে, সে তৈমুর। কালো জ্যাকেট আর সাদা শার্টে তৈমুরকে দেখে বোঝা যাচ্ছে দারুণ আনন্দ করছে সে। ক্যামেরার দিকে তাকিয়ে বিশেষ ভঙ্গিমায় হাত দুটো ছড়িয়ে পোজ দিয়েছে নবাব-পুত্র, কারিনার আদরের ‘টিমটিম’।

ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন, ২০২৩-এ জমকালো মেজাজে। আমার টিমটিম।

তৈমুরের কালো জ্যাকেটের এক দিকে স্পাইডারম্যানের মুখ। চোখে সাদাকালো চশমা। হাতের দু’আঙ্গুল ছড়িয়ে শান্তির প্রতীক দেখাচ্ছে সে। তার আনন্দের আতিশয্য স্পষ্ট মুখের ভাব ভঙ্গিতে।

সুইজারল্যান্ড থেকে এর আগে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন কারিনা।