ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে আলুচাষে অধিক লাভের আশা কৃষকদের

নিউজ রুম
  • আপডেটের সময় : ০২:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ৬৩০

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: কৃষি প্রধান উপজেলা হিসেবে নওগাঁর বদলগাছী এলাকার মাটির গুণগত মান অনুকূলে থাকায় সব ধরণের কৃষিজপণ্য উৎপাদন হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু চাষ। এই উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি আলু চাষে বেশ আগ্রহ দেখা গেছে কৃষকদের মাঝে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনেক কৃষক অধিক মুনাফার আশায় আগাম জাতের আলু চাষ করেছেন। যেগুলো বাজারজাত করে বেশ ভালো দাম পেয়েছেন। এরই ধারাবাহিকতায় মৌসুমী ফসল হিসেবে আলু চাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে কৃষকদের মাঝে। মাটির উর্বরতা ভালো হবার ফলে জমি তৈরী করতে তেমন কোন বেগ পেতে হয় না। এছাড়াও স্থানীয় বাজারে আলুর বীজ সহজে পাওয়া যায় বলে আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এই উপজেলায় কৃষকরা সবচেয়ে বেশী চাষ করছেন কার্ডিনালও দেশি জাতের আলু। এ ছাড়াও স্থানীয় জাতের লাল পাঁপড়ি, ডায়মন্ড, এ্যাস্টোরিক এবং ষাইটা জাতের আলু চাষ করছেন কৃষকরা।

স্থানীয় আলু চাষী রায়হান হোসেন জানান, “আমি স্থানীয় বাজার থেকে আলু বীজ সংগ্রহ করে ৩বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলু চাষ করেছি। আলু গাছের অবস্থা এখনো পর্যন্ত ভালো। কোন পোকা মাকড়ের আক্রমণ না হলে আলু চাষ করে ভালো লাভ হবে। এছাড়াও বাড়িতে সারা বছরের আলুর চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করতে পারবো।

সরজমিনে গিয়ে দেখা যায় কসবা গ্রামের আলুচাষী এনামুল তাহের বলেন, “আমি আগাম জাতের আলু চাষ করেছিলাম ১বিঘা জমিতে। উৎপাদন ভালো হয়েছে। বাজারে বেশ ভালো দাম পেয়েছি। প্রতিকেজি আলু পাইকারীদরে বিক্রয় করেছি ৩০-৩৫ টাকা পর্যন্ত। সামনেবার আরো বেশি চাষ করার ইচ্ছে আছে।”

মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা ব্লকের কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত বলেন,মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন যায়গায় প্রচুর আলু চাষ করেছে স্থানীয় কৃষকরা। চলতি বছরের তুলনায় আগামীতে আর ও অধিক জমিতে আলু চাষ করবে এই এলাকার কৃষকগণ। আমি নিয়মিত এই এলাকার আলু চাষীদের নানা ধরনের পরামর্শ দিচ্ছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন “ চলতি বছরে এই উপজেলায় ২৯৭৫ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৫০০ হেক্টর নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন “ বর্তমানে আলুর তেমন কোন রোগ বালাই নেই। এই উপজেলায় বেশিরভাগ চাষ হচ্ছে কারেজ জাতের আলু। তবে ডায়মন্ড,পাকড়ী সহ দেশীয় জাতের আলু চাষ হচ্ছে। এছাড়াও স্ব-স্ব ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহারের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করাসহ তদারকি করা হচ্ছে।”

এই উপজেলায় অন্যান্য ফসলের ন্যায় আলু চষেও ব্যাপক বিস্তার লাভ করবেন বলে আশাবাদী বদলগাছী এলাকার কৃষকগন।



নিউজটি শেয়ার করুন








বদলগাছীতে আলুচাষে অধিক লাভের আশা কৃষকদের

আপডেটের সময় : ০২:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি: কৃষি প্রধান উপজেলা হিসেবে নওগাঁর বদলগাছী এলাকার মাটির গুণগত মান অনুকূলে থাকায় সব ধরণের কৃষিজপণ্য উৎপাদন হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু চাষ। এই উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি আলু চাষে বেশ আগ্রহ দেখা গেছে কৃষকদের মাঝে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনেক কৃষক অধিক মুনাফার আশায় আগাম জাতের আলু চাষ করেছেন। যেগুলো বাজারজাত করে বেশ ভালো দাম পেয়েছেন। এরই ধারাবাহিকতায় মৌসুমী ফসল হিসেবে আলু চাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে কৃষকদের মাঝে। মাটির উর্বরতা ভালো হবার ফলে জমি তৈরী করতে তেমন কোন বেগ পেতে হয় না। এছাড়াও স্থানীয় বাজারে আলুর বীজ সহজে পাওয়া যায় বলে আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এই উপজেলায় কৃষকরা সবচেয়ে বেশী চাষ করছেন কার্ডিনালও দেশি জাতের আলু। এ ছাড়াও স্থানীয় জাতের লাল পাঁপড়ি, ডায়মন্ড, এ্যাস্টোরিক এবং ষাইটা জাতের আলু চাষ করছেন কৃষকরা।

স্থানীয় আলু চাষী রায়হান হোসেন জানান, “আমি স্থানীয় বাজার থেকে আলু বীজ সংগ্রহ করে ৩বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলু চাষ করেছি। আলু গাছের অবস্থা এখনো পর্যন্ত ভালো। কোন পোকা মাকড়ের আক্রমণ না হলে আলু চাষ করে ভালো লাভ হবে। এছাড়াও বাড়িতে সারা বছরের আলুর চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করতে পারবো।

সরজমিনে গিয়ে দেখা যায় কসবা গ্রামের আলুচাষী এনামুল তাহের বলেন, “আমি আগাম জাতের আলু চাষ করেছিলাম ১বিঘা জমিতে। উৎপাদন ভালো হয়েছে। বাজারে বেশ ভালো দাম পেয়েছি। প্রতিকেজি আলু পাইকারীদরে বিক্রয় করেছি ৩০-৩৫ টাকা পর্যন্ত। সামনেবার আরো বেশি চাষ করার ইচ্ছে আছে।”

মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা ব্লকের কৃষি কর্মকর্তা নাহিদ হাসনাত বলেন,মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন যায়গায় প্রচুর আলু চাষ করেছে স্থানীয় কৃষকরা। চলতি বছরের তুলনায় আগামীতে আর ও অধিক জমিতে আলু চাষ করবে এই এলাকার কৃষকগণ। আমি নিয়মিত এই এলাকার আলু চাষীদের নানা ধরনের পরামর্শ দিচ্ছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন “ চলতি বছরে এই উপজেলায় ২৯৭৫ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৫০০ হেক্টর নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন “ বর্তমানে আলুর তেমন কোন রোগ বালাই নেই। এই উপজেলায় বেশিরভাগ চাষ হচ্ছে কারেজ জাতের আলু। তবে ডায়মন্ড,পাকড়ী সহ দেশীয় জাতের আলু চাষ হচ্ছে। এছাড়াও স্ব-স্ব ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহারের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করাসহ তদারকি করা হচ্ছে।”

এই উপজেলায় অন্যান্য ফসলের ন্যায় আলু চষেও ব্যাপক বিস্তার লাভ করবেন বলে আশাবাদী বদলগাছী এলাকার কৃষকগন।