ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় রাস্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ১৫০১

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়াঃ আমাগো বাড়ি পৌরসভার লগে কিন্তু ভাগ্য খারাপ,বৈশ্যা কালে বউডার কষ্ট দেইখা চোখের পানি রাখতে পারিনাই। বাছা কি কষ্টই না পাইল।

‘বৌমা প্রসব বেদনায় কাতরালে বর্ষায় রাস্তার অভাবে হসপিটালে নিতে না পাড়ায় এমন আক্ষেপের কথা বলছিলেন শাশুড়ি আছিয়া বেগম’। এই যাতায়াত সমস্যার সমাধানে রাস্তা পাকা করনের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২রা ডিসেম্বর শুক্রবার) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এলাকার ভুক্তভোগী শিশু কিশোর,শিক্ষক,শিক্ষার্থী
জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করে। এসময় বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ সলিমুল্লা মুক্তিযোদ্ধা মেমরিয়াল ড্রিগ্রি কলেজ মহিপুর,সাবেক ইউপি সদস্য সৈয়দ মোফাজ্জেল হোসেন, পেশ ইমাম মোঃ আসাদুল্লাহ বাইতুর রহমান জামে মসজিদ পশ্চিম বাদুর তলি,আওয়ামীলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক আজগর আলী হাওলাদার সহ প্রমুখ ব্যাক্তি বর্গ।

এসময় বক্তারা বলেন,কলাপাড়া চৌরাস্তা মাছবাজার সংলগ্ন পূর্বদিকের পশ্চিম বাদুরতলির সোয়া দুই কিলোমিটার এই রাস্তাটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। পৌরশহর সংলগ্ন এই রাস্তাকে ঘিরে বসবাস করে কয়েশত পরিবার। এখানে একটি কমিউনিটি ক্লিনিক,তিনটি মসজিদ,তিনটি মাদ্রাসা। সবকিছু মিলে এই রাস্তা দিয়ে প্রতিদিন পৌরশহরে আনুমানিক ২ সহস্রাধিক মানুষ যাতায়াত করে। রাস্তাটি কাচা হওয়ায় শুকনায় ভাল থাকলেও বর্ষায় ভোগান্তি পৌছায় চরমে। তারা আরও বলেন, এই রাস্তাটির কিছু অংশ বিগত আনুমানিক ৩০ বছর পূর্বে ইট সলিংকরাহয়। তাও এখন সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী। তাই এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি পেতে এই রাস্তাটি পাকা করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,এমপি মহেদয় সহ এ সংলিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় রাস্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময় : ১১:০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়াঃ আমাগো বাড়ি পৌরসভার লগে কিন্তু ভাগ্য খারাপ,বৈশ্যা কালে বউডার কষ্ট দেইখা চোখের পানি রাখতে পারিনাই। বাছা কি কষ্টই না পাইল।

‘বৌমা প্রসব বেদনায় কাতরালে বর্ষায় রাস্তার অভাবে হসপিটালে নিতে না পাড়ায় এমন আক্ষেপের কথা বলছিলেন শাশুড়ি আছিয়া বেগম’। এই যাতায়াত সমস্যার সমাধানে রাস্তা পাকা করনের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২রা ডিসেম্বর শুক্রবার) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এলাকার ভুক্তভোগী শিশু কিশোর,শিক্ষক,শিক্ষার্থী
জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করে। এসময় বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ সলিমুল্লা মুক্তিযোদ্ধা মেমরিয়াল ড্রিগ্রি কলেজ মহিপুর,সাবেক ইউপি সদস্য সৈয়দ মোফাজ্জেল হোসেন, পেশ ইমাম মোঃ আসাদুল্লাহ বাইতুর রহমান জামে মসজিদ পশ্চিম বাদুর তলি,আওয়ামীলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক আজগর আলী হাওলাদার সহ প্রমুখ ব্যাক্তি বর্গ।

এসময় বক্তারা বলেন,কলাপাড়া চৌরাস্তা মাছবাজার সংলগ্ন পূর্বদিকের পশ্চিম বাদুরতলির সোয়া দুই কিলোমিটার এই রাস্তাটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। পৌরশহর সংলগ্ন এই রাস্তাকে ঘিরে বসবাস করে কয়েশত পরিবার। এখানে একটি কমিউনিটি ক্লিনিক,তিনটি মসজিদ,তিনটি মাদ্রাসা। সবকিছু মিলে এই রাস্তা দিয়ে প্রতিদিন পৌরশহরে আনুমানিক ২ সহস্রাধিক মানুষ যাতায়াত করে। রাস্তাটি কাচা হওয়ায় শুকনায় ভাল থাকলেও বর্ষায় ভোগান্তি পৌছায় চরমে। তারা আরও বলেন, এই রাস্তাটির কিছু অংশ বিগত আনুমানিক ৩০ বছর পূর্বে ইট সলিংকরাহয়। তাও এখন সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী। তাই এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি পেতে এই রাস্তাটি পাকা করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,এমপি মহেদয় সহ এ সংলিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।