লক্ষ্মীপুরে ব্লাড ডোনার’স ক্লাবে সুরক্ষা সামগ্রী প্রদান

- আপডেটের সময় : ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ৬৬৬
এইচ.এম.আল-আমিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সাইনাল ভূইয়া পরিবারের পক্ষ থেকে করোনাকালীন লাশ দাফন টীম, অক্সিজেন সেবাদাতা ও রক্তদান প্রতিষ্ঠান রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবে মাস্ক, পিপিই, সাবান ও স্যানিটাইজার প্রদান করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে ভূইয়া পরিবারের পক্ষ থেকে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার কার্যালয়ে সাইনাল ভূইয়া বাড়ীর একদল প্রতিনিধি রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেনের হাতে সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সাইনাল ভূইয়া বাড়ী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সাঈফ মোঃ মাঈনুল হাসান ভূইয়া, মহি উদ্দিন ভূইয়া, মুসলিমুর রহমান ভূইয়া, তসলিমুর রহমান ভূইয়া, সরোয়ার হোসেন ভূইয়া, ফয়সাল আলম ভূইয়া, সাজ্জাদ মাহমুদ ভূইয়া, সিয়াম আহম্মেদ ভূইয়া প্রমুখ।