ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ৩টি দোকান, ১৫ লক্ষ টাকার ক্ষতি!

নিউজ রুম
  • আপডেটের সময় : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • / ৭৩৮

মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড ইটেরপোল সংলগ্ন কৌরশ হাজি জামে মসজিদের সামনের মার্কেটে গতকাল দিবাগত রাতে অগ্নিকান্ড ঘটে।

আজ বৃহস্পতিবার (২৯/০৭/২১ইং) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে ৩টি দোকান। এর মধ্যে মুদি দোকান, কসমেটিক ও সেলুন দোকান। মুদি দোকানের মালিক মোঃ শহিদুল্লাহ, কসমেটিক ও জুতার দোকানের মালিক সোহেল রানা এবং সেলুন দোকানে মালিক অরুন দাস।

দোকান মালিক ও স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত আনুমানিক ২ঃ৩০ টার সময় দোকানে ইলেকট্রিক তার থেকে শর্ট খেয়ে আগুন ধরে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে তারা লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস টিমকে ফোন দেয়। কিন্তু দমকল বাহিনী এসে আগুন নিভানোর আগেই পুড়ে ছাই হয়ে গেছে ৩ টি দোকানসহ দোকানের সমস্ত মালামাল। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতির পরিমাণ জানতে চাইলে, দোকানের মালিক মোঃ শহিদুল্লাহ, সোহেল রানা ও অরুন দাস জানান, তাদের মোট মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এই দোকানই ছিলো তাদের একমাত্র আয়ের পথ। এখন তারা নিঃস্ব।

এমন সময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন শাহী বিষয়টি দেখা এবং অনুসন্ধান করার জন্য ঘটনাস্থলে আসেন। উনার সাথে সাক্ষাৎকার করলে উনি ধ্রুববাণীকে বলেন, এমন এক মর্মান্তিক অগ্নিকান্ড ঘটায় আমি দুঃখ প্রকাশ করছি এবং বিষয়টি দেখেছি। আমি বিষয়টি নিয়ে তাৎক্ষনিক জেলা পরিষদে কথা বলেছি। উনারা আমাকে বিষয়টি দেখবেন এবং পাশে দাঁড়ানো হিসেবে আর্থিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।



নিউজটি শেয়ার করুন








লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো ৩টি দোকান, ১৫ লক্ষ টাকার ক্ষতি!

আপডেটের সময় : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড ইটেরপোল সংলগ্ন কৌরশ হাজি জামে মসজিদের সামনের মার্কেটে গতকাল দিবাগত রাতে অগ্নিকান্ড ঘটে।

আজ বৃহস্পতিবার (২৯/০৭/২১ইং) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে ৩টি দোকান। এর মধ্যে মুদি দোকান, কসমেটিক ও সেলুন দোকান। মুদি দোকানের মালিক মোঃ শহিদুল্লাহ, কসমেটিক ও জুতার দোকানের মালিক সোহেল রানা এবং সেলুন দোকানে মালিক অরুন দাস।

দোকান মালিক ও স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত আনুমানিক ২ঃ৩০ টার সময় দোকানে ইলেকট্রিক তার থেকে শর্ট খেয়ে আগুন ধরে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে তারা লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস টিমকে ফোন দেয়। কিন্তু দমকল বাহিনী এসে আগুন নিভানোর আগেই পুড়ে ছাই হয়ে গেছে ৩ টি দোকানসহ দোকানের সমস্ত মালামাল। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতির পরিমাণ জানতে চাইলে, দোকানের মালিক মোঃ শহিদুল্লাহ, সোহেল রানা ও অরুন দাস জানান, তাদের মোট মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এই দোকানই ছিলো তাদের একমাত্র আয়ের পথ। এখন তারা নিঃস্ব।

এমন সময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন শাহী বিষয়টি দেখা এবং অনুসন্ধান করার জন্য ঘটনাস্থলে আসেন। উনার সাথে সাক্ষাৎকার করলে উনি ধ্রুববাণীকে বলেন, এমন এক মর্মান্তিক অগ্নিকান্ড ঘটায় আমি দুঃখ প্রকাশ করছি এবং বিষয়টি দেখেছি। আমি বিষয়টি নিয়ে তাৎক্ষনিক জেলা পরিষদে কথা বলেছি। উনারা আমাকে বিষয়টি দেখবেন এবং পাশে দাঁড়ানো হিসেবে আর্থিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।