ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নতুন অটোরিকশা পেলেন সেই বৃদ্ধ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ৯৬২

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নতুন অটোরিকশা পেলেন বৃদ্ধ চালক তাজুল ॥ ছবি : ধ্রুববাণী

নিজস্ব প্রতিবেদক : নামাজ পড়তে গিয়ে রিকশা হারিয়ে ফেলা সেই বৃদ্ধ চালক তাজুল ইসলাম (৮২) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা উপহার পেয়েছেন।

সোমবার (৪ জুলাই) রাত ৮ টার দিকে নোয়াখালীর মাইজদী হাজী অটো শো-রুম থেকে দলটির পক্ষ থেকে বৃদ্ধ তাজুল ইসলামকে এ অটোরিকশাটি কিনে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দলের নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, নোয়াখালী উত্তর জেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কাউছার আহমেদ, দক্ষিণ জেলা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল ইসলামসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে গত রোববার (৩ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এক অনুষ্ঠানে তাজুল ইসলামকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসময় বৃদ্ধের বয়স হওয়ায় রিকশা চালাতে কষ্ট হবে ভেবে বৃদ্ধের বাড়িতে গিয়ে অন্য কোনো পেশায় এই টাকা খরচ করা যায় কিনা তা নিয়ে কাজ করতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। পরে বৃদ্ধের সাথে আলাপ করে ব্যাটারিচালিত এ অটোরিকশাটি কিনে দেয়া হয়।

নতুন রিকশা পেয়ে বৃদ্ধ তাজুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের জন্য অনেক দোয়া করি। আশা করি আমি রিকশা চালিয়ে আবার আমার পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতে পারবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম গত ২৫ মে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে গিয়ে এসে দেখেন তার রিকশা নেই, চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধ এ রিকশা চালক। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার পাশে দাঁড়ান।



নিউজটি শেয়ার করুন








ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নতুন অটোরিকশা পেলেন সেই বৃদ্ধ

আপডেটের সময় : ০৩:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক : নামাজ পড়তে গিয়ে রিকশা হারিয়ে ফেলা সেই বৃদ্ধ চালক তাজুল ইসলাম (৮২) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা উপহার পেয়েছেন।

সোমবার (৪ জুলাই) রাত ৮ টার দিকে নোয়াখালীর মাইজদী হাজী অটো শো-রুম থেকে দলটির পক্ষ থেকে বৃদ্ধ তাজুল ইসলামকে এ অটোরিকশাটি কিনে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন দলের নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, নোয়াখালী উত্তর জেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কাউছার আহমেদ, দক্ষিণ জেলা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল ইসলামসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে গত রোববার (৩ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এক অনুষ্ঠানে তাজুল ইসলামকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসময় বৃদ্ধের বয়স হওয়ায় রিকশা চালাতে কষ্ট হবে ভেবে বৃদ্ধের বাড়িতে গিয়ে অন্য কোনো পেশায় এই টাকা খরচ করা যায় কিনা তা নিয়ে কাজ করতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। পরে বৃদ্ধের সাথে আলাপ করে ব্যাটারিচালিত এ অটোরিকশাটি কিনে দেয়া হয়।

নতুন রিকশা পেয়ে বৃদ্ধ তাজুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের জন্য অনেক দোয়া করি। আশা করি আমি রিকশা চালিয়ে আবার আমার পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতে পারবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম গত ২৫ মে নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে গিয়ে এসে দেখেন তার রিকশা নেই, চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন বৃদ্ধ এ রিকশা চালক। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার পাশে দাঁড়ান।