কলাপাড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার

- আপডেটের সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ৭৩৬
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ২২ হাজার মিটার জাল ও প্রায় ১০০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল পোড়ানো হয়েছে এবং মাছ সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জুলাই) রাতে আন্ধারমানিক, রাবনাবাদ ও সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ উদ্ধার করে পায়রা বন্দর নৌ-পুলিশ। উদ্ধারকৃত জালের মূল্য প্রায় ২২ লাখ ৯৫ হাজার টাকা।
পায়রা বন্দর নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ শহীদুল ইসলাম জানান, ৬৫ দিন সাগর ও নদীতে মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। চলমান এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে তারা রোববার রাতে অভিযান চালিয়ে সাড়ে ১৭ হাজার মিটার বেহুন্দী জাল, ৫ হাজার মিটার নেট জাল ও ক্ষুদ্র ফাঁসের জালে আটকে থাকা প্রায় ১০০ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা উদ্ধার করেন। তবে মাছ শিকারে নিয়োজিত জেলেরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
এসব উদ্ধারকৃত জাল কলাপাড়া মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী মোঃ মহসীন রেজার উপস্থিতিতে সোমবার বিকালে আন্ধারমানিক নদীর তীরে পোড়ানো হয় এবং মাছ সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা।