মনের পশু কোরবানী : আতিক হাসান নিলয়

নিউজ রুম
- আপডেটের সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ৭১৪
মনের পশু কোরবানী
আতিক হাসান নিলয়
বছর ঘুরে এলো আবার পবিত্র
ঈদুল আযহা’র দিন,
বিশ্বজুড়ে করোনা ভাইরাস ও
বন্যায় হাজার গ্রাম বিলীন।
কোরবানী’টা হয়না যেন
লোক দেখানো ভাই,
মনের পশু কোরবানী দিয়ে
আল্লা’র প্রিয় বান্দা হতে চাই।
সুস্থ সুন্দর পশু দেখে নিবো
যেন মনের মত হয়,
গোস্ত কত মন হবে, হেরেছি
নাকি জিতেছি এটা কভু নয়।
হিংসা বিভেদ ও অহংকার ভুলে
মনের পশু করবো কোরবান,
নিজেও খাবো,গরিব দুঃখীদের
মাঝে করবো সেটি দান।
মনের পশু কোরবানী করে
মনকে শুদ্ধ করতে চাই,
কোরবানী’টা হয়না যেন
লোক দেখানো ভাই।