মহিপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

- আপডেটের সময় : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪০
কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া।
অভিযানকালে স্থানীয় খাবার হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি, মুদি দোকান, সার-বীজের দোকান, ফল ও সবজির বাজারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মান, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মূল্য তালিকা যাচাই করা হয়।
এসময় রয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোনালী মেডিকেল হল, মহাসিন স্টোর, ইলিয়াস স্টোর, নাসির স্টোর ও বায়োজিদ কসমেটিক্সসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের খাদ্য ও পণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তাদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া জানান, পটুয়াখালী জেলায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অংশ হিসেবে মহিপুর মৎস্যবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। ভোক্তারা প্রতারিত হলে লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর যারা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।