ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে ভিডাব্লিউবি উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য বিতরণ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৫৪৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় ৩২৫ জন উপকারভোগী নারীর মাঝে কার্ড ও খাদ্য (চাল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচিটি আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।

২০২৫-২০২৬ চক্রের আওতায় জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মোট ২৪ মাস মেয়াদে এ কার্যক্রম চলবে। প্রতি মাসে প্রতিটি নির্বাচিত নারী নির্দিষ্ট পরিমাণ চাল পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই-নওগাঁ’র সভাপতি কামাল উদ্দিন টগর, ইউনিয়ন পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা শ্রী বিপ্লব কুমার, মহিলা উদ্যোক্তা রওশন আরা পারভীন শিলা এবং ইউপি সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সরকার নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ভিডাব্লিউবি কর্মসূচি তারই একটি অংশ। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করে।’

কার্ড হাতে পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন। পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর এবং প্রশাসনের কর্মকর্তারা সম্পূর্ণ কার্যক্রম তদারকি করেন।



নিউজটি শেয়ার করুন








আত্রাইয়ে ভিডাব্লিউবি উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য বিতরণ

আপডেটের সময় : ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় ৩২৫ জন উপকারভোগী নারীর মাঝে কার্ড ও খাদ্য (চাল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচিটি আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।

২০২৫-২০২৬ চক্রের আওতায় জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মোট ২৪ মাস মেয়াদে এ কার্যক্রম চলবে। প্রতি মাসে প্রতিটি নির্বাচিত নারী নির্দিষ্ট পরিমাণ চাল পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই-নওগাঁ’র সভাপতি কামাল উদ্দিন টগর, ইউনিয়ন পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা শ্রী বিপ্লব কুমার, মহিলা উদ্যোক্তা রওশন আরা পারভীন শিলা এবং ইউপি সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সরকার নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ভিডাব্লিউবি কর্মসূচি তারই একটি অংশ। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করে।’

কার্ড হাতে পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন। পুরো অনুষ্ঠান ছিল উৎসবমুখর এবং প্রশাসনের কর্মকর্তারা সম্পূর্ণ কার্যক্রম তদারকি করেন।