আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০৮:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ৫৭৬
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হলরুমে স্টার্ট ফান্ডের সহযোগিতায় এনএসএস-এর উদ্যোগে Cyclone Readiness for Community Preparedness প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।
এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের সাবেক প্রভাষক আনোয়ার হোসেন, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, সিপিবি’র সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মাইনুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বাসস বরগুনা জেলা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ ও সাংবাদিক আবু সাঈদ খোকন।
সভায় জনপ্রতিনিধি, সিপিবি টিম লিডার, ইউডিএমসি সদস্য, শিক্ষক, ইয়ুথ ভলান্টিয়ারসহ মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।




















