ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে স্কুল সভাপতির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ২১০৮

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয় গোবিন্দ পালের বিরুদ্ধে এক বিধবা নারীকে (৪০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

ভিকটিম ওই নারী বর্তমানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, প্রায় আট মাস আগে তার স্বামী অসুস্থতাজনিত কারণে মারা যান। এরপর থেকে জয় গোবিন্দ তাকে ফোনে ও সরাসরি কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

গত ১৭ আগস্ট গভীর রাতে ভিকটিম প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে গেলে সুযোগ বুঝে জয় গোবিন্দ তার শয়নকক্ষে প্রবেশ করেন। পরে ভিকটিম ঘরে ফিরে দরজা বন্ধ করার পর জয় গোবিন্দ তাকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ শুরু করেন। ভিকটিমের চিৎকারে তার দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে ইমন দৌড়ে এসে প্রতিবেশীদের ডাক দেন এবং আত্মরক্ষার জন্য ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। এসময় জয় গোবিন্দ টিনের চালা ফুঁড়ে পালিয়ে যান। তাকে আটকানোর চেষ্টা করলেও সফল হননি ভিকটিমের ছেলে।

পরে অসহায় ভিকটিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন এবং ভোরে স্থানীয়দের সহায়তায় আটোয়ারী থানায় গিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় তিনি অভিযুক্ত জয় গোবিন্দ পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে জয় গোবিন্দ পাল বলেন, ‘আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর এ বিষয়ে আপনাদের বক্তব্য প্রদান করবো।’

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি। তবে ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে এলাকার দয়াল পালসহ একাধিক ব্যক্তি জানান, ঘটনাটি সত্য এবং এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



নিউজটি শেয়ার করুন








আটোয়ারীতে স্কুল সভাপতির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেটের সময় : ০৩:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয় গোবিন্দ পালের বিরুদ্ধে এক বিধবা নারীকে (৪০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

ভিকটিম ওই নারী বর্তমানে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, প্রায় আট মাস আগে তার স্বামী অসুস্থতাজনিত কারণে মারা যান। এরপর থেকে জয় গোবিন্দ তাকে ফোনে ও সরাসরি কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

গত ১৭ আগস্ট গভীর রাতে ভিকটিম প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে গেলে সুযোগ বুঝে জয় গোবিন্দ তার শয়নকক্ষে প্রবেশ করেন। পরে ভিকটিম ঘরে ফিরে দরজা বন্ধ করার পর জয় গোবিন্দ তাকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ শুরু করেন। ভিকটিমের চিৎকারে তার দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে ইমন দৌড়ে এসে প্রতিবেশীদের ডাক দেন এবং আত্মরক্ষার জন্য ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। এসময় জয় গোবিন্দ টিনের চালা ফুঁড়ে পালিয়ে যান। তাকে আটকানোর চেষ্টা করলেও সফল হননি ভিকটিমের ছেলে।

পরে অসহায় ভিকটিম জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন এবং ভোরে স্থানীয়দের সহায়তায় আটোয়ারী থানায় গিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় তিনি অভিযুক্ত জয় গোবিন্দ পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে জয় গোবিন্দ পাল বলেন, ‘আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর এ বিষয়ে আপনাদের বক্তব্য প্রদান করবো।’

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি। তবে ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে এলাকার দয়াল পালসহ একাধিক ব্যক্তি জানান, ঘটনাটি সত্য এবং এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।