ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ৩ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৮০৮

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে এক পরিবারের চার সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ভুক্তভোগীরা হলেন—মো. সহিদুল ইসলাম মীর (৪৮), মোসা. আকলিমা বেগম (৪২), লালবানু (৮৫) এবং মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সহিদুল ইসলাম জানান, রাতে স্বাভাবিকভাবেই তারা ঘুমিয়ে পড়েন। সকালে দীর্ঘসময় ধরে ঘুম না ভাঙায় সন্দেহ হয় পরিবারের অন্য সদস্যদের। পরে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ তার জ্ঞান ফেরে। এ সময় তিনি শরীরে অস্বস্তি অনুভব করেন এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এরপর আলমারিতে রাখা গরু কেনার জন্য সংরক্ষিত দুই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।



নিউজটি শেয়ার করুন








কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ৩ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট

আপডেটের সময় : ০৫:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে এক পরিবারের চার সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ভুক্তভোগীরা হলেন—মো. সহিদুল ইসলাম মীর (৪৮), মোসা. আকলিমা বেগম (৪২), লালবানু (৮৫) এবং মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সহিদুল ইসলাম জানান, রাতে স্বাভাবিকভাবেই তারা ঘুমিয়ে পড়েন। সকালে দীর্ঘসময় ধরে ঘুম না ভাঙায় সন্দেহ হয় পরিবারের অন্য সদস্যদের। পরে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ তার জ্ঞান ফেরে। এ সময় তিনি শরীরে অস্বস্তি অনুভব করেন এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এরপর আলমারিতে রাখা গরু কেনার জন্য সংরক্ষিত দুই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।