কলাপাড়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ
- আপডেটের সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৬৫১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুস সোবাহান জানান, গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল তাদের বাড়ির প্লাস্টিকের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরে তারা আবদুস সোবাহান ও তার স্ত্রী খুকি বেগমকে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা প্রায় এক লাখ টাকা নগদ অর্থ এবং এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাতরা।
এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাতদল বাড়ির সদস্যদের বেঁধে রেখে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এভাবে একের পর এক ডাকাতির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের টহল জোরদার না থাকায় এসব ঘটনা ঘটছে।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘রাতভর পুলিশ ফোরলেন এলাকায় টহলে ছিল। ঘটনাটি ডাকাতি, না অন্য কোনো বিষয়, তা খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




















