জয়পুরহাটে মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি আব্দুস সামাদ
- আপডেটের সময় : ০৮:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ৫৯৮
জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ জয়পুরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) জয়পুরহাট তা’লীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ মিলনায়তনে জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার এম. মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রধান উপদেষ্টা মো. ফজলুর রহমান সাঈদ, রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, উপদেষ্টা গোলাম কিবরিয়া মণ্ডল, সম্মেলন আয়োজক মো. হাসিবুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর সন্তান এস. এম. রাশেদুল আলম সবুজ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, কোনো দলের হয়ে নয়। স্বাধীনতার পর যারা দেশ পুনর্গঠনে ভালো ভূমিকা রেখেছে, আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। দেশের কল্যাণে ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় আমাদের সচেষ্ট হতে হবে। আমরা চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। দখলদারিত্ব ও চাঁদাবাজিও করব না এবং করতেও দেব না। দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সম্মেলনে জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা মো. ফজলুর রহমান সাঈদ নতুন জেলা কমিটির ১১ সদস্যের একটি প্রস্তাবিত তালিকা উপস্থাপন করেন, যা সম্মেলনে উপস্থিত সকল কাউন্সিলরগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি: বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, সেক্রেটারি: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।




















