ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ আমজনগণ পার্টির ৪০ জেলায় কমিটি গঠন সম্পন্ন

মো. বেল্লাল হাওলাদার
  • আপডেটের সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ৬৬০

নিজস্ব প্রতিবেদকঃ নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সুদৃঢ় প্রত্যয়ে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে দলটির আহ্বায়ক ড. মো. রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম-এর নেতৃত্বে দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্র জানায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবান, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, সিরাজগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় সংগঠনের ভিত্তি ইতোমধ্যেই সুদৃঢ় হয়েছে।

সদস্য সচিব ফাতিমা তাসনিম ধ্রুববাণীকে বলেন, ‘আমরা পলিটিক্যাল রেভ্যুলেশনের অগ্রযাত্রায় রয়েছি। তরুণদের সম্পৃক্ত করে স্বচ্ছ, আধুনিক এবং মানবিক রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। মানুষ আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করছে‌।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ তারিখ আগামী ২২ জুন, রোববার। ওইদিনই বাংলাদেশ আমজনগণ পার্টি তাদের আবেদনপত্র জমা দেবে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।



নিউজটি শেয়ার করুন








বাংলাদেশ আমজনগণ পার্টির ৪০ জেলায় কমিটি গঠন সম্পন্ন

আপডেটের সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সুদৃঢ় প্রত্যয়ে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে দলটির আহ্বায়ক ড. মো. রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম-এর নেতৃত্বে দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্র জানায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবান, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, সিরাজগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় সংগঠনের ভিত্তি ইতোমধ্যেই সুদৃঢ় হয়েছে।

সদস্য সচিব ফাতিমা তাসনিম ধ্রুববাণীকে বলেন, ‘আমরা পলিটিক্যাল রেভ্যুলেশনের অগ্রযাত্রায় রয়েছি। তরুণদের সম্পৃক্ত করে স্বচ্ছ, আধুনিক এবং মানবিক রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। মানুষ আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করছে‌।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ তারিখ আগামী ২২ জুন, রোববার। ওইদিনই বাংলাদেশ আমজনগণ পার্টি তাদের আবেদনপত্র জমা দেবে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।