ইতালীর ভেনিসে শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইফতার মাহফিল ও আলোচনা সভা
- আপডেটের সময় : ০৩:২৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৫৮৪
নিজস্ব প্রতিবেদক::
ইতালী আওয়ামীলীগ ভেনিস শাখার উদ্যোগে ও ইতালী যুবলীগ ভেনিস শাখার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৭ মার্চ সন্ধ্যায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়।
ভেনিস আওয়ামীলীগ এর সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগ এর সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী, সহ সভাপতি মতিউর রহমান ভুলু, ভেনিস আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি তাইজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মশিউর রহমান, গফুর গাজী, সজল মাহমুদ সবুজ, হাকিম শেখ, এক নং যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল লাকুরিয়া, সাংগঠনিক সম্পাদক, মোক্তার মোল্লা, জিল্লাল হোসেন, সোহেল মিয়া, শহিদুল ইসলাম, সন্মানিত সদস্য সরদার সালাউদ্দিন নান্নু, বেল্লাল হাসাইন, আলাউদ্দিন শেখ।
আরো উপস্থিত ছিলেন ইতালি যুবলীগ ভেনিস শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, সাধারণ সম্পাদক সজীব মুন্সী, সাংগঠনিক সম্পাদক মুরাদ ঢালী, সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ, সেলিম চৌকিদার, আমিনুল ইসলাম মোমেন, জাহাঙ্গীর সরদার, সিজান হাওদার প্রমখ।
বিপুল সংখ্যক নেতা কর্মি ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত থেকে ভেনিসের কেন্দ্রীয় বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আব্দুল আজিজের মোনাজাত পরিচালনায় দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


























