বাজিতখিলা ইউনিয়নে নতুন ভোটারদের মাঝে বিএনপি নেতা লেবু মোল্লার বিস্কুট বিতরণ
- আপডেটের সময় : ০৮:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭১৬
শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে নতুন ভোটার হতে আসা তরুণদের মাঝে বিস্কুট বিতরণ করেন বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান লেবু মোল্লা।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বাস্তবায়িত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন কর্মসূচির আওতায় বাজিতখিলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় এই নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম। সকাল থেকেই ভিড় জমে উঠে তরুণ ভোটারদের। তরুণদের পাশাপাশি নতুন ভোটার অন্তর্ভুক্তি করতে ছুটে আসেন নারীরাও। ফলে অন্যরকম এক উৎসবের আমেজ বিরাজ করে পরিষদ মাঠ জুড়ে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বাজিতখিলা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান লেবু মোল্লার উদ্যোগে বিস্কুট বিতরণ করা হয়। এসময়, বাজিতখিলা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























