মানবিক আবেদন : অবুঝ শিশু তাহিয়া আমিনকে বাঁচাতে এগিয়ে আসুন

- আপডেটের সময় : ০৯:০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ৬৩৯
বিশেষ প্রতিবেদকঃ বরগুনা জেলার তালতলী উপজেলার তবক গ্রামের আল আমিন-মৌসুমি খানমের পরিবারে জন্মগ্রহণ করে অবুঝ শিশু তাহিয়া আমিন। তবে সে আমাদের মতো স্বাভাবিক জীবন নিয়ে জন্মগ্রহণ করেনি। জন্মগতভাবে বিরল বিলিয়ারি অ্যাট্রোসিয়া রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মুখ দেখে সে।
বর্তমানে তাহিয়া আমিনকে বাঁচাতে তার বাবা আল আমিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র) ও মা মৌসুমি খানম ঢাকার নানা হাসপাতালে ঘুরছেন। ডাক্তার তাহিয়াকে ভারতের চেন্নাই রেলা ইনস্টিটিউটে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করতে বলেছেন। তাহিয়ার এই আধুনিক চিকিৎসায় খরচ হবে ৪৫-৫০ লাখ।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাহিয়ার পরিবার উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চায়। কিন্তু তাহিয়ার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। অসহায় বাবার পক্ষে তার সন্তানের চিকিৎসার জন্য এত অর্থ যোগান দেয়া মোটেও সম্ভব নয়।
তাহিয়ার পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য ইতোমধ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। তাহিয়ার অসহায় বাবা-মা মেয়ের শারীরিক অবস্থা নিয়ে খুবই চিন্তিত। তাহিয়ার জীবন বাঁচাতে সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন স্কুল শিক্ষক বাবা।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
★মৌসুমী খানম (মা)
01309190026 (বিকাশ+রকেট)
★আল আমিন (বাবা)
01719659253 (বিকাশ+রকেট+নগদ)
★ডাচ বাংলা ব্যাংক
একাউন্ট নং 2181030021225
মৌসুমী খানম (মা)
পটুয়াখালী শাখা।
★ইসলামী ব্যাংক
একাউন্ট নং 20507770220438916
আল আমিন (বাবা)
তালতলী শাখা, এজেন্ট ব্যাংকিং।
★ সোনালি ব্যাংক
একাউন্ট নং 4321601000876
আল আমিন (বাবা)
তালতলী শাখা, বরগুনা।