মহিপুরের ডালবুগঞ্জ ইউপি’র ৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ৭৩২
মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ডালবুগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টায় বরকতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার মৃধা, সাধারণ সম্পাদক কাজী রেদোয়ান ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিজভী।
এছাড়াও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক নুরুজ্জামান হাওলাদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত গাজী, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি রুমান মৃধাসহ অত্র এলাকার নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ৫ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
কর্মীসভায় ইউনিয়ন নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি নেতা-কর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি না করে দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।