আমতলীতে পাগলা কুকুরের কামড়ে শিশু-কিশোরসহ আহত-৩২
- আপডেটের সময় : ০৫:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / ৬৪৬
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে পাগলা কুকুরের কামড়ে শিশু-কিশোরসহ ৩২ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টার মধ্যে পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পরার পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে লাঠিসোঠা নিয়ে বাড়িতে পাড়া মহল্লায় পাহারা বসিয়েছে।
জানা গেছে, সকাল ৯টার সময় আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের ও নান্নু মোল্লা সড়কের অবস্থিত এনএসএস অফিসের সাপোর্টস্টাফ মাসুদ রানা (৪৫) কাজ করছিল। এসময় আকস্মিক একটি পাগলা কুকুর এসে তাকে কামড়ে দৌড়ে চলে যায়। এরপর একে একে কুকুরটি একই ওয়ার্ডের রাফিন (৬), জাহিদ (১৫), তানিয়া বেগম (১১), আবু রায়হান (১২) তানজিল আহম্মেদ (১৫), লাল চান (১০), তমাল (২৪), আপন হাওলাদার (২০), শাকিব (১৪), শংকর (৩২), জোহামনি (৯), সীমা (২৯), শফালী (৫০), নির্মল (৫৫), ইয়ামনি (১১) নয়ন (১৯), মোমেনা (১৭), হাফছা (৩২) এখলাস (১৩) আব্দুল মন্নান (৩৩), ইয়ামিন (১৪), বাচ্চু মিয়া (৪০) তিন নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ (৭), আরাফাত (৯), আব্দুল মালেক (৭৫), হাসিব (৭), ইউসুব (২৪), সাগর (১৯), আরিফ (১৮), শাহাভানু (১০৪), নির্মল (৫৫) আহত হন।
রাফিন নামের শিশুটি জানান, বাড়ির সামনে মাঠে খেলা করছিলাম সময় আকস্মিক কালো রঙ্গের একটি কুকুর এসে আমার পিছন থেতে ২-৩টি কাপড় দিয়ে দৌড়ে চলে যায়। রাফিনের বাবা মস্তফা মাতুব্বর বলেন, ছেলেটির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি রক্তাত্ব অবস্থায় সে চিৎকার করছে। ভয়ে তার শরীর কাপছিল। দ্রুত তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে এবং পৌরসভায় কোন টিকা না থাকায় বাহির থেকে কিনে টিকা দিয়েছি।
আমতলী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সত্তোরোর্ধ্ব আব্দুল মালেক জানান, একে সরকারী হাইস্কুলের সড়ক ধরে বাসায় ফিরছিলাম। আকস্মিক একটি কালো রঙ্গের পুরুষ কুকুর এসে আমাকে কামড় দেয়। ভয়ে আমি দৌড় দিয়েও রক্ষা পায়নি। পরে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছি।
পাগলা কুকুরে কামড়ের ১৮জন লোক আহত হওয়ার খবর ছড়িয়ে পরায় আমতলী পৌরসভার এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। এবং যুবকরা লাঠিসোঠা নিয়ে পাড়ায় মহল্লায় পহারা বসায়। এসময় তারা কোন কুকুর দেখা মাত্র ধাওয়া করে মারার চেষ্ঠা করছে।
আমতলী হাসপাতালের জরুরী ভিবাগের চিকিৎসক ডা, মনিরুজ্জামান খান বলেন, কুকুরের কামড়ে আহত ১২ জনকে আমতলী হাসপাতালে চিকিৎসা দিয়েছি। আরো ৬জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পাগলা কুকুরের আক্রমনে আহত হওয়ার খবর শুনে পৌরসভার সংশ্লিষ্ট শাখাকে এব্যাপারে প্রয়োজীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




















