পটুয়াখালীতে ড্রেনের পাশ থেকে এক নবজাতক উদ্ধার, কোলে তুলে নিলেন কাউন্সিলর আলাল

- আপডেটের সময় : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৯৫
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হিমিপলি ক্লিনিক সংলগ্ন ড্রেনের পাশ থেকে লাল কাপড়ে পেঁচানো বন-লতার মধ্য থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে স্থানীয় ইয়ামিন নামে এক যুবক ময়লা ফেলতে গিয়ে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পায়। পরে স্থানীয় কাউন্সিলর মোঃ আলাল হোসেন জানতে পেয়ে ঘটনাস্থলে যান এবং নবজাতকে কোলে তুলে নিয়ে পুলিশ ও এলাকাবাসী মিলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
যুবক ইয়ামিন বলেন, ‘আমি আমার বাসার ময়লা ফেলতে গিয়ে বন-লতার মধ্যে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আশেপাশের সবার সহযোগিতায় লাল কাপড়ের পেঁচানো অবস্থায় শিশুটিকে নিয়ে আমাদের কাউন্সিলর সাহেবের কোলে তুলে দিই। পরে তিনি শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।’
প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম, অনিল দাস ও বিউটি বলেন, ‘আমরা হঠাৎ করে শুনতে পাই ড্রেনের পাশে একটি শিশু পাওয়া গেছে। এসে দেখি লাল কাপড়ে পেঁচানো। এটা কিভাবে গর্ভধারিণী মায়ের দ্বারা সম্ভব দুঃখজনক বিষয়।
পথচারী মামুন বলেন, ‘এই শিশুটি কোনো এক মায়ের আঁচলের সন্তান। কিভাবে সম্ভব এই শিশুটিকে এভাবে এই বন-লতার মধ্যে ফেলে দিতে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হোক।’
কাউন্সিলর আলাল হোসেন বলেন, ‘আমি নির্বাচনী প্রচার-প্রচারণা করতে এসে এই দুঃখজনক ঘটনা শুনতে পাই। ঘটনাস্থানে এসে নবজাতককে আমি পুলিশসহ সবার সহযোগিতায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র নার্স শামিমা বলেন, ‘শিশুটিকে সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে, শিশুটি বর্তমানে সুস্থ আছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম বলেন, ‘ড্রেনের পাশে লাল কাপড়ে পেঁচানো অবস্থায় নবজাতককে পাওয়া গেছে। নবজাতককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তার পরিচয় মিলেনি এবং জানা যায়নি কে বা কারা তাকে ফেলে গেছে। তাদের শনাক্তের কাজ করছে পুলিশ। এছাড়া পরবর্তীতে সমাজসেবা অফিস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’