ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি অনুসন্ধান কমিটির শোকজ

নৌকা মার্কা নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সেই আ’লীগ নেতাকে দল থেকে বহিস্কার

মনিরুল ইসলাম
  • আপডেটের সময় : ০৬:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ৬৩৭

বিশেষ প্রতিনিধিঃ ‘এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা’, ‘ভোট কেন্দ্রে আওয়ামী নেতা-কর্মীদের হাত কেটে দেওয়া হবে’ -স্বতন্ত্র প্রার্থীর পথসভায় অংশ নিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের এমন মন্তব্য করায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে সাংগঠনিক বিধি মোতাবেক দল থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে। যা জেলা আওয়ামীলীগকে অবহিত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন নির্বাচনী পথসভায় দেয়া আনসার মোল্লার উসকানিমূলক বক্তব্যে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রোববার এ নির্দেশ দেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের নির্বাচনি পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আসিফ এলাহী।

উল্লেখ্য, আনসার উদ্দিন মোল্লা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পটুয়াখালী-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব রহমান তালুকদারের অনুসারী। এ ছাড়া তার বিরুদ্ধে রোহিঙ্গাদের নাগরিক সনদ প্রদান করে পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগসহ একাধিক ফৌজদারী অভিযোগে মামলা রয়েছে।



নিউজটি শেয়ার করুন








নির্বাচনি অনুসন্ধান কমিটির শোকজ

নৌকা মার্কা নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সেই আ’লীগ নেতাকে দল থেকে বহিস্কার

আপডেটের সময় : ০৬:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ ‘এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা’, ‘ভোট কেন্দ্রে আওয়ামী নেতা-কর্মীদের হাত কেটে দেওয়া হবে’ -স্বতন্ত্র প্রার্থীর পথসভায় অংশ নিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের এমন মন্তব্য করায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে সাংগঠনিক বিধি মোতাবেক দল থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে। যা জেলা আওয়ামীলীগকে অবহিত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন নির্বাচনী পথসভায় দেয়া আনসার মোল্লার উসকানিমূলক বক্তব্যে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রোববার এ নির্দেশ দেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের নির্বাচনি পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আসিফ এলাহী।

উল্লেখ্য, আনসার উদ্দিন মোল্লা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পটুয়াখালী-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব রহমান তালুকদারের অনুসারী। এ ছাড়া তার বিরুদ্ধে রোহিঙ্গাদের নাগরিক সনদ প্রদান করে পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগসহ একাধিক ফৌজদারী অভিযোগে মামলা রয়েছে।