নির্বাচনি অনুসন্ধান কমিটির শোকজ
নৌকা মার্কা নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সেই আ’লীগ নেতাকে দল থেকে বহিস্কার

- আপডেটের সময় : ০৬:৫১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৬৩৭
বিশেষ প্রতিনিধিঃ ‘এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা’, ‘ভোট কেন্দ্রে আওয়ামী নেতা-কর্মীদের হাত কেটে দেওয়া হবে’ -স্বতন্ত্র প্রার্থীর পথসভায় অংশ নিয়ে দলীয় শৃংখলা ভঙ্গের এমন মন্তব্য করায় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে সাংগঠনিক বিধি মোতাবেক দল থেকে বহিস্কার করা হয়েছে।
রবিবার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে। যা জেলা আওয়ামীলীগকে অবহিত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে একই দিন নির্বাচনী পথসভায় দেয়া আনসার মোল্লার উসকানিমূলক বক্তব্যে জেলা নির্বাচনি অনুসন্ধান কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। রোববার এ নির্দেশ দেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের নির্বাচনি পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আসিফ এলাহী।
উল্লেখ্য, আনসার উদ্দিন মোল্লা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পটুয়াখালী-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব রহমান তালুকদারের অনুসারী। এ ছাড়া তার বিরুদ্ধে রোহিঙ্গাদের নাগরিক সনদ প্রদান করে পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগসহ একাধিক ফৌজদারী অভিযোগে মামলা রয়েছে।