কলাপাড়ায় পেঁপের ভেতর পেঁপে!

- আপডেটের সময় : ০৪:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৬৫২
নিজস্ব প্রতিবেদকঃ ‘পেঁপের ভেতর পেঁপে’ -শুনতে কেমন অবাক লাগছে তাই না! তবে সম্প্রতি এমনিই এক অবাক করা ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রাকিবুল ইসলাম মিজানের বাড়িতে।
বুধবার (৮ নভেম্বর) একটি পেঁপের ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, পাকা একটি পেঁপের ভেতরে আস্ত আরেকটি কাঁচা পেঁপে! শুধু সূর্যের আলো না পেয়ে গায়ের রঙটা সবুজ হয়নি, ধবধবে সাদা। তবে আর সবকিছু স্বাভাবিক একটি পেঁপের মতো থাকলেও তাতে কোনো বীজ ছিলো না। এতে সোশ্যালমিডিয়াসহ এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে যোগাযোগ করা হলে এ বিষয়ে ব্যবসায়ী রাকিবুল ইসলাম মিজান ধ্রুববাণীকে জানান, শ্বশুর বাড়ি থেকে ৩টি পাকা পেঁপে পাঠানো হয় তার বাড়িতে। এরমধ্যে একটি পেঁপে কাটতে গিয়ে তার স্ত্রী দেখতে পান পেঁপেটির ভেতরে আরেকটি আস্ত পেঁপে। এসময় তিনি অবাক হয়ে পরিবারের অন্যদের ডেকে বিষয়টি জানান। এতে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকেন সবাই। পরে তিনি এর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। যা দেখে অনেকেই ছুটে এসেছেন দেখতে।
তার স্ত্রী মোসাঃ খাদিজা বেগম জানান, বড় পেঁপেটি কাটার পর ভেতর থেকে বের হয় আরেকটি আস্ত ছোট পেঁপে। পেঁপেটির গায়ের রঙ ছাড়া আর সবই স্বাভাবিক পেঁপের মতোই ছিলো। বিষয়টি তাদেরকে অবাক করেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ আবু মিয়া বলেন, ‘একটা পেঁপের ভেতর আরেকটা পেঁপে, এটা আশ্চর্য ঘটনা। এমন ঘটনার কথা আর শুনিনি।’
কাঠমিস্ত্রি মোঃ রুবেল বলেন, ‘আমি দোকানে চা খেতে এসে শুনি এমন ঘটনার কথা। পরে নিজ চোখেই তা দেখি।’
সেরাজপুর গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘মিজান ভাইয়ের ফেসবুক পোস্ট দেখে আমি আসি। এসে দেখি ঘটনা সত্য। এমন আগে কখনো দেখিনি, জীবনে ফাস্ট দেখলাম।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ ধ্রুববাণীকে বলেন, ‘জেনেটিক কারণে এরকম ঘটনা ঘটতেই পারে। তবে এটা কোনো অলৌকিক ঘটনা নয়।’