নড়াইলের লোহাগড়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহন
- আপডেটের সময় : ০৪:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ৫৮০
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমোরডাঙ্গা গ্রামের কারিরাম এর ছেলে হিরামন (৩৬) নামে এক যুবক নিজ ইচ্ছাই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেছেন। বর্তমান ওই নব মুসলিমের নাম মোঃ হাবিবুল্লাহ হাওলাদার। হিরামন (বর্তমান নাম মো: হাবিবুল্লাহ হাওলাদার) তিনি মুসলিম ধর্ম গ্রহণ করার পর তার বাড়িতে থাকা স্বজনরা তাকে মারধর করে তখন সে কোন প্রকার উপায় না পেয়ে পটুয়াখালী চলে যায়।
এর আগে তিনি ইতনা চৌরাস্তা বাজারে সেলুনের কাজ করতেন। নব মুসলিম হাবিবুল্লাহ হাওলাদার বলেন, পটুয়াখালী থেকে গত ৯ জুলাই পাবলিক নোটারির মাধ্যমে স্ব-ইচ্ছায় সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার স্ত্রী ও ১টি পুত্র সন্তান ও রয়েছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যদি আমার স্ত্রী ও সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করে আমি তাদেরকে নিয়েই বাকি জীবন ইসলামের পথে থেকেই চলবো।
তিনি সাংবাদিকদের বলেন, মুসলিম ধর্ম আমার কাছে ভালো লাগে এবং আমি বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল শুনেছি। আমি বাকি জীবন টা কোরআনের আদর্শ ও নির্দেশ মোতাবেক চলতে চাই। আমি চিতায় পুড়তে চাই না, কবরে যেতে চাই। হাবিবুল্লাহ হাওলাদার সকল মুসলিম ভাইদের কাছে দোয়া চেয়েছেন বাকী জীবন ঈমানের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও সৎ পথে থেকে জীবন-যাপন করতে পারে।


























