এবারে দক্ষিনাঞ্চলে বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির আশংকা, সমুদ্র বন্দরে সতর্কতা বহাল

- আপডেটের সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ৬৫৩
নয়নাভিরাম গাইন (নয়ন), আবহাওয়া প্রতিবেদকঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় দেশের মধ্যে বিশেষ করে উপকূলীয় অঞ্চল গুলোয় দমকা হাওয়া বাড়তে শুরু করেছে। লঘূচাপের প্রভাবে আগামী ১০ তারিখ থেকে শুরু করে ১৬ তারিখ পর্যন্ত দক্ষিণাঞ্চলে এ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি পাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর বর্ষা শুরুর পর থেকে উত্তরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চল ছিলে সামান্য, সেই ঘাটতি এবারে মিটিয়ে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছ বেসরকারী আবহাওয়া সংস্থা( BWOT)। বৃষ্টির সাথে মাঝারি আকারের বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তাই বৃষ্টি কালিন বাহিরে সতর্কতা অবলম্বন করা উচিত। এদিকে লঘূচাপ সৃষ্টির এরপ্রভাবে উত্তর-বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দর সমুহ ও উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের সকল সমুদ্র বন্দরে (০৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে শুরু করেছে। তবে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বেশি উত্তাল থাকতে পারে। আবহাওয়ার সতর্কতা বার্তায় জেলেদের উপকুলের কাছে এসে সাবধানে চলাচল করতে বলাহয়েছে।সেই সাথে তাদের গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে।