দেশের সকল সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি

- আপডেটের সময় : ০৮:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ৭২৯
নয়নাভিরাম গাইন (নয়ন), আবহাওয়া প্রতিবেদকঃ পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি লঘূচাপ সৃষ্টি হয়েছে। ফলে থেকে দেশের সকল সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার( ৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বাংলাদেশ আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়াবিদ আবদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি লঘূচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও গনিভূত হতে পারে।এর প্রভাবেউত্তর-বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেগমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দর সমুহ ও উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকুলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই চট্রগ্রাম,কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে (০৩)তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের কে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে।