সমুদ্রগামী জেলেদের জন্য আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা!

- আপডেটের সময় : ০৯:০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ৬৭৫
নয়নাভিরাম গাইন (নয়ন), আবহাওয়া প্রতিবেদকঃ গত কয়েক দিনের ব্যাবধানে তৃতীয় বারের মত উত্তর বঙ্গোপসাগরে আবারো লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আজ ১৮ ই আগষ্ট বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক সাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলাহয়,উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টিহয়েছে। এটি আরও ঘনিভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালন শীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ০৩ তিন নম্বর (পুনঃ) ০৩ তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থান রত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।