ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে চামড়া সিন্ডিকেট ভাঙ্গার দাবীতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • / ৭৬৭

মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ আজ ১৮ জুলাই-২১ রোজ রবিবার, বেলা ১১ টায় দক্ষিণ তেমোহনি চত্বরে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি এইচ. এম. তানভীর হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোফাচ্ছেল খান এর সঞ্চালনায় “দেশের সমৃদ্ধি অর্জনে ও চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবীতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন সাহেব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর পৌরসভা মেয়র পদপ্রার্থী মাওলানা জহির উদ্দিন সাহেব,
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোখলেছুর রহমান ।

আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি মাওলানা মহিউদ্দিন সাহেব তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম রফতানী পণ্য হওয়া সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজিতে চামড়া শিল্প আজ ধ্বংসের পথে। সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফাখোর সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পের আজ এই দুরাবস্থা। আসন্ন কোরবানির ঈদের আগেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ ও সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের হাত থেকে চামড়া শিল্পকে রক্ষা করতে হবে, নচেৎ এ শিল্প যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তাতে কোন সন্দেহের কোন অবকাশ নেই। এর দায় সরকারকে-ই নিতে হবে। দেশের স্বার্থে চামড়া সিন্ডিকেট চক্রকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, কয়েক বছর ধরে একটি কুচক্র মহল চামড়া খাতে নৈরাজ্য করে যাচ্ছে। ফলে চামড়া শিল্প ও বহু দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান সেই সাথে দেশের এতিম ও গরিব জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরকারের মনে রাখা উচিৎ, এ শিল্প রক্ষায় এদেশের কওমী মাদরাসাগুলোর বিরাট অবদান রয়েছে।

বিশেষ অতিথি মাওলানা জহির উদ্দিন তার বক্তব্যে বলেন, অসাধু ও ‘শক্তিশালী’ সিন্ডিকেটের বেড়াজালে দেশে কয়েক বছর ধরে ঈদের আগেই কোরবানির পশুর চামড়ার মূল্য কমিয়ে নির্ধারণ করা হয়ে আসছে। গত দুই বছর স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে কোরবানির পশুর চামড়ার বাজার। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য দাম না পেয়ে লক্ষাধিক পিস পশুর চামড়া ফেলে দেয়, যার অধিকাংশই মাটির নিচে চাপা দেয়া হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগস্তের শিকার হন দেশের হাজার হাজার এতিম মাদ্রাসা ও গরিব-দুঃখী, অসহায় ও দুস্থ পরিবার গুলো। তাই সরকার প্রধানের উচিৎ বিদেশে প্রক্রিয়াজাত করার মাধ্যমে বৃহত্তম রফতানী পণ্য চামড়া শিল্পকে টিকিয়ে রাখা।

সভাপতি এইচ.এম তানভীর হোসাইন তার বক্তব্যে বলেন, কোরবানির চামড়ার সিন্ডিকেট চক্রকে রুখতে হবে। অন্যথায় জাতীয় স্বার্থে ব্যাঘাত গড়বে, এবং দেশের গরিব-দুঃখী, অসহায় ও দুস্থরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে।

তিনি আরো বলেন, কুরবানির পশুর চামড়া বিদেশে রফতানির অনুমতি না দিলে এবারও কোরবানির সময় মুনাফাখোর চক্র সিন্ডিকেট তৈরি করবে। তাই এখনই সরকারের উচিৎ কোরবানির চামড়া সিন্ডিকেট রোধে কার্যকর ব্যবস্থা নেয়া। যাতে গত দুই-তিন বছরের ন্যায় কুরবানির পশুর চামড়ার সঠিক দাম পাওয়া থেকে দরিদ্ররা বঞ্চিত না হন।

চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবীতে আজকের আয়োজিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন চিশতী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক এম আব্দুল আহাদ ভুঁইয়া, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ জমির আলী, প্রকাশনা ও দপ্তর সম্পাদক এস রেদোয়ান হোসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান জাবেরী সহ প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মুনাজাতের মাধ্যমে উক্ত মানববন্ধনের সমাপ্তি ঘটে।



নিউজটি শেয়ার করুন








লক্ষ্মীপুরে চামড়া সিন্ডিকেট ভাঙ্গার দাবীতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

আপডেটের সময় : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর সদরঃ আজ ১৮ জুলাই-২১ রোজ রবিবার, বেলা ১১ টায় দক্ষিণ তেমোহনি চত্বরে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি এইচ. এম. তানভীর হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোফাচ্ছেল খান এর সঞ্চালনায় “দেশের সমৃদ্ধি অর্জনে ও চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবীতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন সাহেব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর পৌরসভা মেয়র পদপ্রার্থী মাওলানা জহির উদ্দিন সাহেব,
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোখলেছুর রহমান ।

আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি মাওলানা মহিউদ্দিন সাহেব তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম রফতানী পণ্য হওয়া সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজিতে চামড়া শিল্প আজ ধ্বংসের পথে। সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফাখোর সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পের আজ এই দুরাবস্থা। আসন্ন কোরবানির ঈদের আগেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ ও সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের হাত থেকে চামড়া শিল্পকে রক্ষা করতে হবে, নচেৎ এ শিল্প যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তাতে কোন সন্দেহের কোন অবকাশ নেই। এর দায় সরকারকে-ই নিতে হবে। দেশের স্বার্থে চামড়া সিন্ডিকেট চক্রকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, কয়েক বছর ধরে একটি কুচক্র মহল চামড়া খাতে নৈরাজ্য করে যাচ্ছে। ফলে চামড়া শিল্প ও বহু দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান সেই সাথে দেশের এতিম ও গরিব জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরকারের মনে রাখা উচিৎ, এ শিল্প রক্ষায় এদেশের কওমী মাদরাসাগুলোর বিরাট অবদান রয়েছে।

বিশেষ অতিথি মাওলানা জহির উদ্দিন তার বক্তব্যে বলেন, অসাধু ও ‘শক্তিশালী’ সিন্ডিকেটের বেড়াজালে দেশে কয়েক বছর ধরে ঈদের আগেই কোরবানির পশুর চামড়ার মূল্য কমিয়ে নির্ধারণ করা হয়ে আসছে। গত দুই বছর স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে কোরবানির পশুর চামড়ার বাজার। মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য দাম না পেয়ে লক্ষাধিক পিস পশুর চামড়া ফেলে দেয়, যার অধিকাংশই মাটির নিচে চাপা দেয়া হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগস্তের শিকার হন দেশের হাজার হাজার এতিম মাদ্রাসা ও গরিব-দুঃখী, অসহায় ও দুস্থ পরিবার গুলো। তাই সরকার প্রধানের উচিৎ বিদেশে প্রক্রিয়াজাত করার মাধ্যমে বৃহত্তম রফতানী পণ্য চামড়া শিল্পকে টিকিয়ে রাখা।

সভাপতি এইচ.এম তানভীর হোসাইন তার বক্তব্যে বলেন, কোরবানির চামড়ার সিন্ডিকেট চক্রকে রুখতে হবে। অন্যথায় জাতীয় স্বার্থে ব্যাঘাত গড়বে, এবং দেশের গরিব-দুঃখী, অসহায় ও দুস্থরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে।

তিনি আরো বলেন, কুরবানির পশুর চামড়া বিদেশে রফতানির অনুমতি না দিলে এবারও কোরবানির সময় মুনাফাখোর চক্র সিন্ডিকেট তৈরি করবে। তাই এখনই সরকারের উচিৎ কোরবানির চামড়া সিন্ডিকেট রোধে কার্যকর ব্যবস্থা নেয়া। যাতে গত দুই-তিন বছরের ন্যায় কুরবানির পশুর চামড়ার সঠিক দাম পাওয়া থেকে দরিদ্ররা বঞ্চিত না হন।

চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবীতে আজকের আয়োজিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন চিশতী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক এম আব্দুল আহাদ ভুঁইয়া, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ জমির আলী, প্রকাশনা ও দপ্তর সম্পাদক এস রেদোয়ান হোসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান জাবেরী সহ প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মুনাজাতের মাধ্যমে উক্ত মানববন্ধনের সমাপ্তি ঘটে।